সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে এক কোটি ৪০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পশ্চিম হাজীপাড়া এলাকার সুরমা নদীতে আটক করে বিজিবি।
আটক করা কাপড়ের মধ্যে শাড়ি, প্যান্ট পিস, থ্রি পিস, পায়জামা, মকমলের কাপড় ও থান কাপড় রয়েছে। একটি স্টিলবডি নৌকা দিয়ে চোরাচালানের জন্য ভারত থেকে আনা হয় এসব কাপড়।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় কাপড়গুলো দেশে নিয়ে আসে। পরে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাপড় আটক করে।