নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার (২১ ডিসেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেট নগরীর ২৮টি এলাকায়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ-ই আরেফিন ও বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অধীনে ১১ কেভি বোরহান উদ্দিন ফিডার, ১১ কেভি মুক্তিরচক ও ১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন মেন্দিবাগ, মাছিমপুর রোড, কুশিঘাট, নোয়াগাও, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, মুরাদপুর, সোনাপুর, নয়াবস্তি, টিলাগড়, গোপালটিলা, এমসি-কলেজ ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
এছাড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ অধীনে সিলেট দপ্তরের আওতাধীন ১১ কেভি লাইনের নোয়াপাড়া, কারিপাড়া,বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাহ্মণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি, ভাটা বাজার, উপরপাড়া, কোরবান টিলা, শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজিবির তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না। ওসব এলাকায় জরুরি মেরামত ও গাছপালার শাখা কাটার জন্য এসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।