• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

AMZAD
প্রকাশিত ২৪ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৮:০৯:৪১
জৈন্তাপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় গাছ কাটার সময় উপর থেকে নিচে নামতে অসাবধানতার কারণে নিচে পড়ে গিয়ে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে দরবস্ত রনিফৌদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আলি আহমেদ। তিনি উপজেলার বালিদারা গ্রামের মকবুল আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত শ্রমিক দরবস্ত রনিফৌদ গ্রামের আল আমিন নামক এক ব্যক্তির বাড়ীতে গাছ কাটার কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে গাছের উপরে থাকা অবস্থায় প্রচণ্ড পেটেব্যাথা শুরু হলে দ্রুত গাছ থেকে নামার চেষ্টা করলে অসাবধানতাবশত গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. হিল্লোল সাহা বলেন, হাসপাতালে আনার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়েছে। গাছ থেকে পড়ে বাঁ চোখের উপরে মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়েছে। উক্ত ঘটনায় বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।