• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে হতদরিদ্র মানুষের মাঝে আনসার ভিডিপির শীতবস্ত্র বিতরণ

AMZAD
প্রকাশিত ২৫ ডিসেম্বর, বুধবার, ২০২৪ ০০:৩৫:৩২
সিলেটে হতদরিদ্র মানুষের মাঝে আনসার ভিডিপির শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগী হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক এবং তার পক্ষে সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান,বিভিএমএস,পিএএমএস, ৩০০ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

(২৪শে ডিসেম্বর ) মঙ্গলবার সকালে আখালিয়া আনসার ও ভিডিপির সিলেট জেলা অফিস কার্যলয়ে মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, উপমহাপরিচালক জিয়াউল হাসান বলেন, “মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের সবার এগিয়ে আসা উচিত।”এ সময় তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তৃণমূল মানুষের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও স্বনির্ভর করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরণের কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। আনসার ও ভিডিপির মহাপরিচালক এর নেতৃত্বে বাহিনী সামাজিক নিরাপত্তা বিধানে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করেছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মহাপরিচালকের তেমনি একটি কল্যাণধর্মী ও সামাজিক উদ্যোগ।
এর আগে উপমহাপরিচালক গতকাল সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলায় ৩০০ তৃণমূল দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। সিলেট জেলার ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

তিনি আরো বলেন,আনসার ও ভিডিপি সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র পেয়ে সিলেটের অসহায় মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।শীতবস্ত্র পেয়ে তারা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আনসার ও ভিডিপির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী পরিচালক তানিয়া আক্তার ও সিলেট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ।