• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনার

AMZAD
প্রকাশিত ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪ ২২:৪৪:৫২
জৈন্তাপুরে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনার

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে উপজেলা পর্যায়ে হাসপাতালে সমাজসেবা কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে শালিক রুমাইয়া সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার মো. জিলানির সঞ্চালনায় সেমিনারে সমাজসেবা কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রফিক।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল হক, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, উপজেলা একাডেমিকক সুপারভাইজার মো. আজিজুল হক খোকন, শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স খাদিজা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা শরিফ উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফেরিঘাট পল্লী উন্নয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, ইউপি সদস্য মো. সেলিম আহমদও আখলাকুল আম্বিয়া প্রমুখ।

সেমিনারে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, সমাজসেবা অধিদপ্তর ৫৪টি কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কাজ করছে। এছাড়া রোগী কল্যাণ সংস্থার মাধ্যমে ৪৭০টি উপজেলা রোগীদের সহায়তা দিয়ে আসছে। আগামী দিনে একই ধারা অব্যাহত থাকবেন। সঠিক রোগীরা যেভাবে সেবা পায় সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।