প্রেস বিজ্ঞপ্তি : সিলেট জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৪- সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।
তিনি তার বক্তৃতায় বলেন, জনসংখ্যার দিক থেকে আমরা পৃথিবীর অন্যতম বড় একটি জাতি। আমাদের প্রয়োজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব। এটি তৈরি হলে পৃথিবী আমাদেরকে স্যালুট জানাবে। আমরা বিভাজন চাই না, ঐক্যবদ্ধ হতে চাই। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির কাজ করবেন, তারা আমাদের জাতীয় দুশমন। আমাদের ছাত্রজনতা সকল ধরনের বৈষম্য এবং অবিচারকে রুখে দিতে সাহসী ভূমিকা নিয়েছিল। আমি মনে করি, আজকে যেসকল ছাত্র শিক্ষাবৃত্তি পাচ্ছেন, তারাও নিজেদেরকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন।
জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ-এর সভাপতিত্বে ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক নূরের জামান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসএসসি-২০২২ এর শিক্ষার্থী হাসান আল মাহদী এবং এইচএসসি-২০২২-এর শিক্ষার্থী ফাহমিদা আতিয়া।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসান আহমদ এবং গীতা পাঠ করেন ঝুমি রাণী নাথ।
অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীকে সম্মাননা স্মারক উপহার দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স›দ্বীপ কুমার সিংহ।
অনুষ্ঠানে সিলেট আর্ট অ্যান্ড অটিস্টিক বিদ্যালয়ের ১০জন অটিস্টিক শিক্ষার্থীদের ১ বছরের বেতন ভাতা বাবদ ৩ লক্ষ টাকার চেক সহ ৪২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ লক্ষ ৮৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ।