গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে গরু চোর সন্দেহে দিনভর পিটিয়ে চুন ও বালু মেশানো অ্যাসিড পানি পান করিয়ে যুবককে হত্যার ঘটনায় মো. মোছা মিয়া নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলার রাধানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল।
গ্রেপ্তার মো. মুছা মিয়া মধ্যজাফলং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওর্য়াডের সদস্য। তাকে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত হেলাল মিয়া (৩৫) উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় জাফলংয়ে বালু উত্তোলনের কাজে গিয়েছিলেন হেলাল মিয়া। কিন্তু কাজ না পেয়ে ফেরার পথে তাকে গরু চোর সন্দেহে সারাদিন পিটিয়ে বালু-চুন মিশ্রিত অ্যাসিড পানি জোর করে খাওয়ানো হয়। যে কারণে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
ঘটনার চার মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালেই হেলাল ও ওই কিশোরকে আটক করে গ্রামবাসী। পরে দিনভর তাদের ওপর নির্যাতন চলে।
ওসি তোফায়েল বলেন, গরু চোর সন্দেহে আটকের পর হেলালকে জনতা মারধর করে। এক পর্যায়ে আধা কেজি চুন পানিতে মিশানো হয়, তারপর এতে বালু দেওয়া হয়। সে মিশ্রণ হেলালকে জোর করে খাওয়ানো হয়।
বুধবার সকাল ৬টার দিকে হেলাল বমি করে তখন তার নাক দিয়ে সাদা পানি বের হয়েছিল। বারবার বাথরুম হচ্ছিল। পরিবারের লোকজন জানিয়েছে, তখন তার পায়খানার সঙ্গে রক্তও গেছে। তারপর তিনি মারা গেছেন।
এ ঘটনায় গুরুতর আহত অপর এক কিশোরকে সিলেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। এছাড়াও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।