• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেটে ৬ মাসে ১১৫ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করলো বিজিবি

AMZAD
প্রকাশিত ২৯ ডিসেম্বর, রবিবার, ২০২৪ ১৭:২৪:৩৩
সিলেটে ৬ মাসে ১১৫ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করলো বিজিবি

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধে স্থানীয় জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সিলেট-৪৮ বিজিবি’র আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া দিনব্যাপী সমাজের অসহায় গরীব রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান (পিএসসি)।

বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, সহকারি পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, শ্রীপুর বিওপি’র কোম্পানি কমান্ডার মোফাজ্জল আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর ডা: কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান (পিএসসি) বলেন, সীমান্তে চোরাচালান ব্যবসা মাদক সহ সকল অবৈধ কার্যক্রম বন্ধ করতে সমাজের সর্বস্থরের জনগণের সহযোগিতা করা প্রয়োজন ।

তিনি বলেন, বিগত ৬ মাসে সিলেট-৪৮ বিজিবি সীমান্তে অভিযান পরিচালনা করে ১ শত ১৫ কোটি টাকার ভারতীয় অবৈধ পন্য,গরু-মহিষ,শাড়ী, কম্বল মেটর সাইকেল, মাদক সহ অনেক পন্য আটক করতে সক্ষম হয়েছে। সীমান্তবর্তী এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার পাথর কোয়ারী খুলে দেওয়ায় বিষয়ে চিন্তা-ভাবনা করছে বলে তিনি জানান। সীমান্তে জীবনের ঝুকিঁ নিয়ে যারা অবৈধ চোরাচালান ব্যবসা করছেন তাদের-কে সরে আসার আহবান করেন। উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, রাংপানি বাংলা বাজার মিনি স্টেশন ক্রাশার মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল।

এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ, সাংবাদিক নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।