• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ : সিলেটে থেকে অংশ নেবেন ৫ শতাধিক শিক্ষার্থী

AMZAD
প্রকাশিত ৩০ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১৮:৩২:৫০
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ : সিলেটে থেকে অংশ নেবেন ৫ শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিতব্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গেছেন ৫ শতাধিক শিক্ষার্থী।

সোমবার (৩০ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র নেতা দেলোয়ার হোসেন শিশির ও নাসিম আহমেদ (শাবিপ্রবি) এর নেতৃত্বে ৪-৫টি বাসযোগে আনুমানিক ৫ শতাধিক শিক্ষার্থী জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এ ছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আসাদুল্লাহ আল গালিব বর্তমানে রংপুরে অবস্থান করছেন। তিনি সিলেটে না এসে সরাসরি ঢাকায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলেও জানা গেছে।