• ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে সাংবাদিকের হাত কেটে নিতে চান শ্রমিক নেতা

AMZAD
প্রকাশিত ৩০ ডিসেম্বর, সোমবার, ২০২৪ ১৬:৪৪:০৬
জৈন্তাপুরে সাংবাদিকের হাত কেটে নিতে চান শ্রমিক নেতা

জৈন্তাপুর প্রতিনিধি : অবৈধভাবে বালু উত্তোলন, বালু শ্রমিকদের থেকে চাঁদা আদায়ের দৃশ্যধারণের সংবাদ প্রচার করায় সিলেটের জৈন্তাপুরের একজন সাংবাদিককে হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় মোবাইল ফোনের মাধ্যমে দৈনিক ইত্তেফাক ও একাত্তরের কথা পত্রিকার জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলামকে তিনি এই হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক নাজমুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিনং-১১৫৬।

সাংবাদিক নাজমুল ইসলাম ও শ্রমিক নেতা আমির আলির কথপোকথনের চার মিনিট ছয় সেকেন্ডের একটা ফোনালাপের অডিও সংরক্ষণ করা হয়েছে।

অডিওতে শ্রমিক নেতা আমির আলি নাজমুলকে বলেন, তুমি কয়েক হাজার শ্রমিকের পেটে লাথি মারতেছো। প্রতিউত্তরে নাজমুল জিজ্ঞেস করেন, এমন কোনো প্রমাণ কি আপনার নিকট আছে যে আমি শ্রমিকদের পেটে লাথি মারছি।

এর প্রতিত্তোরে আমির আলী বলেন, তুমি বালু উত্তোলনের খবর ইউএনও অফিসে দেও তার সব খবর আমি পাই। ঠিক পরপরই আমির আলি উত্তেজিত হয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করবায় না। বেশি বাড়াবাড়ি করলে তুমার হাত কাটি ফালাই দিমু। এরপর সাংবাদিক নাজমুলের পিতামাতার কথা বলে জঘন্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি।

শ্রমিক নেতা আমির আলিকে ফোন দিলে তিনি বলেন, নাজমুল তাকে প্রথমে গালি দিয়েছে, এ জন্য তিনি হাত কাটার হুমকি দেন। যখন ফোনালাপের প্রসঙ্গ তোলা হয়, তখন তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। শুধু বলেন, ‘সারিঘাট বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে একটু কথা বলেন।’

পরে বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুক আহমেদ জানান, ‘বিষয়টি দুঃখজনক। আমরা এটা মীমাংসার চেষ্টা চালাচ্ছি।’

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘সাংবাদিক নাজমুলকে হাত কাটার হুমকিসহ পুরো ফোনালাপের অডিওটি শুনেছি। ইতোমধ্যে নাজমুল সাধারণ জিডি করেছেন। শ্রমিকের সভাপতি আমির আলীকে ফোন দিলে তিনি প্রথমে আত্মপক্ষ সমর্থন করে কথা বলেন। পরে অডিওর বিষয়ে বললে ফোন কেটে বন্ধ করে দেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে সাংবাদিক নাজমুল ইসলামকে হুমকির ঘটনায় জৈন্তাপুর উপজেলার সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অনতিবিলম্বে হুমকিদাতাকে গ্রেপ্তারের পাশাপাশি এ ঘটনায় ইন্ধনদাতাদের খুঁজে বের করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।