• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে খেলা গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

AMZAD
প্রকাশিত ৩১ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ ১৮:৫৬:১৭
মৌলভীবাজারে খেলা গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পুকুরে ডুবে তাহমিদা জান্নাত (৪) নামে কোমলমতি এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। তাহমিদার বাড়ি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে। শিশুটির বাবা মজির উদ্দিন (মইজন) স্থানীয় ফুলতলা বাজারের ব্যবসায়ী।

জানা যায়, তাহমিদা সকালে বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পড়ে পুকুর থেকে পরিবারের লোকজন তাহমিদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক ডা. অশিক দেবনাথ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই বাচ্চাটা মারা যায়। কিন্তু বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে কিনা তা সঠিকভাবে বলতে পারছি না, এখনো তদন্ত চলছে। রিপোর্ট আসলে জানিয়ে দেওয়া হবে।