• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে বালু জব্দ, আটক ৬

AMZAD
প্রকাশিত ০২ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৮:৪৮:১৭
জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে বালু জব্দ, আটক ৬

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ট্রাক বালু জব্দ, ৬জনকে আটক করে, ১টি ফেলুডার নষ্ঠ করা হয় এবং জরিমানা আদায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায় ২ জানুয়ারী বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়াঘাট ও নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুল ঘাটে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (ভূমি ) মিজ ফারজানা আক্তার লাভনী।

অভিযান চলাকালে তিনি আসামপাড়া এলাকায় ১ট্রাক বালু জব্দ করেন, ১টি ফেলুডার মেশিনের ইঞ্জিন বিনষ্ট করেন এবং ৩জনকে আটক করা হয়। অপরদিকে কামরাঙ্গীখেল স্কুল ঘাটে অভিযান পরিচালনা করে আরও ৩জনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্যাট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর ৩জনকে মোট ৭হাজার টাকা জরিমানা আদায় পূর্বক মুছলেখার মাধ্যমে ৩জনকে ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (ভূমি ) মিজ ফারজানা আক্তার লাভনী বলেন, জৈন্তাপুর উপজেলার রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী ২, সারী ৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিযান অব্যাহত তাকবে।