• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

বছরের শুরুতেই ভূমিকম্পে কাঁপলো সিলেট

AMZAD
প্রকাশিত ০৩ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ১৪:০৪:৩৪
বছরের শুরুতেই ভূমিকম্পে কাঁপলো সিলেট

নিজস্ব প্রতিবেদক : শীতের সকাল, কুয়াশাচ্ছন্ন মাঠঘাট। এরমধ্যে ভূমিকম্প অনুভূত হলো সিলেটজুড়ে। নতুন বছরের তৃতীয় দিন সকালে এই ভূমিকম্প। ভূমিকম্প প্রবণ সিলেটে এ অনুভূতি নতুন কিছু নয়, এ নিয়ে শংকাও তীব্র। ভূমিকম্পের বিপর্যয়ের আশংকা বিশেষজ্ঞদের। সেকারনে কম্পন হলেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতংক।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ৩২ মিনিটে ৪০ সেকেন্ডের ভূমিকম্পনে অনেকটা আতংকিত হয়ে পড়েন সাধারন মানুষ। যারা লেপ গায়ে দিয়ে শীতের সকালে ঘুমে ছিলেন তারা বুঝতেই পারেনি ভূমিকম্পের ধাক্কা। ৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। ঢাকার ভূমি কম্পন পর্যবেক্ষণ ও গবেষনা কেন্দ্র হতে ৪৮২ কিমি উত্তর-পূবদিকে। এতে সিলেটেও অনুভূত হয় মাঝারি কম্পন। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সিলেট মহানগরে বহুতল ভবনের বাসিন্দাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এই মাঝারি কম্পন।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন।