নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সুস্থ ও রোগের জটিলতা মুক্ত জীবনের জন্য হাঁটার কোনো বিকল্প নেই। সকালের নির্মল বাতাসে জগিং মানুষের মনকে প্রফুল্ল করে প্রাণশক্তি ফিরিয়ে দেয়।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার ১৭ বছর জনগণের বুকের উপর পাথর চেপে বসেছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে মীর মুগ্ধসহ সব শহিদের রক্তের বিনিময়ে মানুষ আজ মুক্ত। সবাই কথা বলতে পারছে। বিগত আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে।
তিনি শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগানে অরণ্যে ঘেরা এক চা-শ্রমিকের বাড়ি প্রাঙ্গণে শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের উদ্যোগে সিলেট থেকে পায়ে হেঁটে ৩৮ কি.মি. পথ অতিক্রম করা বিজয়ী ১১ জনের হাতে ক্রেস্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্বাস্থ্য সচেতনতা আর সক্রিয় জীবনের বার্তা ছড়িয়ে দিতে লেট’স ওয়াক-ওয়াকাথন ২০২৪ ‘হেঁটে হেঁটে লালাখাল’ স্লোগানে শহীদ ডাক্তার মঈন উদ্দিন জগিং ক্লাবের এই অনন্য উদ্যোগের জন্য সবাই আয়োজদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ। পুরস্কার ও সম্মাননা প্রাপ্তরা হলেন ফখরুল ইসলাম, মো. শাহিন আজাদ, ডক্টর মমিন, মোহাম্মদ সাহেদুর রহমান (বাবলা) মো. আবুল কালাম, প্রফেসর মাসুক মিয়া, পাবেল আহমদ, আমিনুল হক, আতিকুর রহমান, হাবিবুর রহমান, জুনয়েদ ও মাওলানা ঈসা তালুকদার।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, আব্দুল জব্বার চৌধুরী, আশরাফ গাজী, আব্দুল্লাহ আল মাহমুদ, রুম্মান চৌধুরী, সুফি আহমদ রানা, শাহীন আজাদ, ড. মমিনুল হক, পাভেল কোরেশী, আব্দুল মালেক, মো. আবুল কালাম, আব্দুল হান্নান, সাইদুর রহমান বাবলা, খোরশেদ চৌধুরী, দিলীপ দে, পাভেল আহমদ, মুহিবুর রহমান, আলমগীর হোসেন, ড. মাসুদ রানা, ইমরান চৌধুরী, সয়েফ রব, আমিনুল ইসলাম, মোস্তফা আহমদ, জাকিরুল ইসলাম, আহমদ হোসেন, জালাল আহমদ, মাসুক আহমদ, খলিলুর রহমান ফয়সল, লিয়াকত হোসেন, আতিকুর রহমান, হাবিবুর রহমান জুনেদ, দিলাল আহমদ, সিহাব চৌধুরী প্রমুখ।