কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি ইসরায়েলকে সিরিয়ায় জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফার জোন থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দামেস্কে সিরিয়ার নেতা আহমেদ আল শারার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ বলেন, বাফার জোন দখল করা ইসরায়েলের দায়িত্বজ্ঞানহীন কাজ। এ অঞ্চল থেকে তাদের অবিলম্বে সরে যেতে হবে।
সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী গোলান মালভূমির কাছে বাফার জোনে প্রবেশ করে। ১৯৭৪ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এটি একটি নিরস্ত্রীকৃত এলাকা। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর আহমেদ আল শারার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম (এইচটিএস) বিদ্রোহী গোষ্ঠী দামেস্ক নিয়ন্ত্রণে নেয়।
ইসরায়েল একই সঙ্গে সিরিয়াজুড়ে শত শত বিমান হামলা চালিয়েছে। তারা দাবি করেছে, এসব হামলার লক্ষ্য অস্ত্র সরবরাহ বন্ধ করা, যা উগ্রপন্থিদের হাতে পৌঁছাতে পারে।
আহমেদ আল শারা জানান, তার দেশ জাতিসংঘের বাহিনীকে বাফার জোনে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি বলেন, ইরানি মিলিশিয়া ও হিজবুল্লাহর উপস্থিতি এই অঞ্চলে ইসরায়েলের অনুপ্রবেশের কারণ ছিল। দামেস্ক মুক্ত হওয়ার পর আজ তাদের আর কোনও উপস্থিতি নেই। ইসরায়েল অজুহাত দিয়ে বাফার জোনে ঢুকে পড়ছে।
তিনি আরও বলেন, কাতার এই বিষয়ে পশ্চিমা ও ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে চাপ প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখবে।
শেখ মোহাম্মদ জানান, সিরিয়ার নতুন প্রশাসন এবং যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে কাতার সহায়তা দেবে। তিনি বলেন, বিদ্যুৎ খাতসহ অবকাঠামো সচল করতে আমরা প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেব এবং আমাদের সিরীয় ভাইদের সঙ্গে ভবিষ্যতে অংশীদারত্বের হাত বাড়াব।
তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা সিরিয়া ও তার জনগণের প্রতি সহায়তায় নেতিবাচক প্রভাব ফেলবে।