বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আসলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারী।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে তিনি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে মুশফিকুল ফজল আনসারী "বিশ্ব সভায় বাংলাদেশের আলোকিত এক মুখ" শীর্ষক সাক্ষাৎকারমূলক আলোচনা অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, উপ আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হক, মো. মুমিনুর রহমান ও পবিত্র কুমার দাশ, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, সহকারি পরিচালক তানভীর আহমদ ও দেলোয়ার হোসেনসহ কর্মকর্তাবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেটের ব্যুরো প্রধান সেলিম আউয়াল, কবি ও ছড়াকার সালেহ আহমদ খসরু, এডভোকেট আব্দুল মুকিত অপি।
মুশফিকুল ফজল আনসারী "বিশ্ব সভায় বাংলাদেশের আলোকিত এক মুখ" শীর্ষক সাক্ষাৎকার মূল অনুষ্ঠান আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টা ৩৫ মিনিটে বেতার মধ্যম তরঙ্গ ও এফ এম ৮৮.৮ মেগাহার্যে প্রচারিত হবে।
সাক্ষাৎকার মূলক অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, প্রযোজনায় পবিত্র কুমার দাস।