• ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেটে পুলিশের সহায়তায় নারীর ৭লাখ টাকা রক্ষা

AMZAD
প্রকাশিত ২৮ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ২০:৪৬:০২
সিলেটে পুলিশের সহায়তায় নারীর ৭লাখ টাকা রক্ষা

সিলেটে হ্যাকিং এ্যাপসের মাধ্যমে প্রতারণা করে এক নারী গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিতে চেয়েছিল প্রতারক চক্র (হ্যাকার)। পুলিশের চেষ্টায় সেই টাকা ফেরত পেয়েছেন ওই নারী।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ওই নারীর মোবাইল ফোন ও ই-মেইলে হঠাৎ তার ব্যাংক হিসাব-সংক্রান্ত বার্তা আসতে শুরু করে। তিনি বুঝতে পারেন অ্যাকাউন্ট থেকে তার টাকা ট্রান্সফার হতে শুরু করেছে। তিনবারে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭ লাখ টাকা ট্রান্সফার হতে দেখেন তিনি। তৎক্ষণাৎ ওই নারী বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবগত করেন এবং এবিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। পুলিশ এদিনই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং প্রযুক্তির সহায়তায় খোয়া যেতে থাকা ৭ লাখ টাকা অনলাইন সিস্টেমে ফিরিয়ে আনা সম্ভব হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশ এই চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। চক্রের সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।