• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

AMZAD
প্রকাশিত ২৮ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৫:৩২:২৮
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় টিটক মিয়া (২২) নামে এক মোটর সাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার সুতাং বাইপাস রোড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিটক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের কদ্দুস মিয়ার পুত্র।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কে অজ্ঞাতনামা একটি গাড়ি ওই মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।