• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

”হাওরকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে”

AMZAD
প্রকাশিত ০২ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ১৯:৪৫:৩০
”হাওরকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে”

 

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের ভাটিরখ্যাত দিরাইয়ে কালনী নদীর তীরে হাওরবেষ্ঠিত উজানধল মাঠে হাওর উৎসব পালিত হয়েছে। সমাজকর্মী, পরিবেশ কর্মী, সমাজ সেবক, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র  প্রতিনিধিদের পদচারণায় উৎসবস্থল ছিল দিনব্যাপী মনোমুগ্ধকর।

অনুষ্ঠানকে ঘিরে হাওর পাড়ের মানুষের মনে ছিল উৎসাহ-উদ্দ্বীপণা। বাংলাদেশ ট্যুারিজম বোর্ড, আই ডাবলউএম, সিঈজিআইএস এবং গ্রামীণ জনকল্যাণ সংসদের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। এ হাওর সমাবেশে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক সমাজকর্মী, পরিবেশ কর্মী, সমাজ সেবক, সরকারী কর্মচারী ও ছাত্র প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

রবিবার ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় রেজিষ্টশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ১১টায় আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে এবং সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চলনায় আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, মানুষের প্রয়োজনে পরিবেশের প্রয়োজনে হাওরের উন্নয়ন করতে হবে। হাওরের পরিকল্পিত উন্নয়ন ছাড়া কৃষি ও পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। এছাড়া হাওরকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে।

বিশেষ অতিথি হিসেবে ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সাদাত মাহমুদুল হাসান এবং সুনামগঞ্জ পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান আলোচনায় অংশ গ্রহণ করেন।সভায় স্বাগতম বক্তব্য পেশ করেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। আলোচনায় বক্তারা ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ স্থায়ী করন, নাব্যতা হারানো হাওর, জলাশয়, নদী-নালা ও খাল-বিল খননের উপর গুরত্ব আরোপ করেন। মরুকরণ ঠেকাতে সিডিমেন্ট ম্যানেজমেন্ট, প্রোটিন চাহিদা মেটাতে মৎস্য উৎপাদন, সবুজায়ন এবং কার্বন এমিশন কমাতে বৃক্ষ রোপণ এবং সমাজে মানিফ্লো তৈরিতে কমিউনিটি বেজড পর্যটন নিয়েও আলোচনায় স্থান পায়।

এছাড়া, বিভিন্ন জেলার হাওরের সমস্যা নিয়ে বক্তব্য প্রদান করেন, শামীম আহমেদ, সাংবাদিক খলিল, হরলাল সরকার, নূরুল হক তালুকদার , কৃষক শেখ বাবুল, আলী আহমেদ, ইবাদুর রহমান, এম এ রহিম, নজরুল ইসলাম, হাওর বন্ধু ইকবাল হোসেন প্রমুখ।বিকাল ২টায় সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে ময়মনসিংহ বিভাগ ২-০ গোলো জয়ী হয়।