• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে শীতবস্ত্র বিতরণ

AMZAD
প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১৩:৫৪:১২
সিলেটে খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে শীতবস্ত্র বিতরণ

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের জনগণের সেবা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি সব শ্রেণির মানুষের পাশে থাকবে, তাদের যেকোনো সমস্যা সমাধানে সাহায্য করবে এবং দেশবাসীর কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। শীতকালীন কঠিন পরিস্থিতিতে চা শ্রমিকদের সহায়তা প্রদান বিএনপির একটি মানবিক উদ্যোগ, যা দলটির সামাজিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে যুবদল দেশের উন্নয়নে, যুবসমাজকে সংগঠিত এবং সচেতন করার জন্য কাজ করছে। সিলেট জেলা যুবদল ভবিষ্যতে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করবে এবং যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্যে আরও জোরালো ভূমিকা পালন করবে।’ তিনি যুবদলের সদস্যদের শৃঙ্খলাবদ্ধভাবে সংগঠনে আরও উন্নতি করার আহ্বান জানান।

তিনি রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-১ আসনের গণমানুষের নেতা খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষ থেকে খাদিমনগরস্থ ছড়াগাং-চা বাগানে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাহজাহান আহমদ এর সভাপতিত্বে ও রতন চন্দ্র শীল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের  সিনিয়র সহ সভাপতি আলমগীর বকত চৌধুরী সোয়েব, সহ সভাপতি কবির উদ্দিন, মোঃ মঈন উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম মনু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মির্জা জাহিদুর রহমান,সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান মনা, শেখ নজরুল ইসলাম কোষাদক্ষ লিটন আহমদ, মিজানুর রহমান, ফয়জুল ইসলাম, শেখ আব্দুস সালাম, সেলিম আহমদ, হেলাল আহমদ, হিমেল আহমদ, ময়না মিয়া, হাবিবুর রহমান লিটন  জাহাঙ্গীর আলম, আরজু আহমদ, সোহাগ আহমদ রণিতা, উমেশ প্রমুখ।