• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

AMZAD
প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১৭:৪৪:২৮
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী ও মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জের চিনাউড়া সীমান্তের মালাইগাঁও এলাকা থেকে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের আড়াই হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করে তারা।

এ ছাড়া আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে ডলুরা, চিনাকান্দি, বালিয়াঘাটা, পেকপাড়া এবং টেকেরঘাট সীমান্ত থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা, চিনি, গরু, কয়লা, মেহেদী এবং মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এসব অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি ২৮ ব্যাটালিয়নের (সুনামগঞ্জ) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান- সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছেন।