• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮.৫ ডিগ্রি সেলসিয়াস

AMZAD
প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ১৬:১৬:২৯
শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮.৫ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ  শনিবার। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে শ্রীমঙ্গলে এ পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। তবে তাপমাত্রা কম হলেও সকাল থেকে কুয়াশার দাপট তেমন ছিল না।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলে আজ  শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্য ওঠার কারণে ঠান্ডা একটু কম অনুভূত হচ্ছে।

তবে কয়েক দিন ধরেই শ্রীমঙ্গলে শীতের দাপট। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকে। তবে তীব্র শীতে চা-বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ বিপাকে। শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে।

এদিকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকেরাও শীতের দেখা পেয়ে  আবার অনেকই খুশি। তারা বলেন ঠান্ডা মধ্যে ঘুরতে একটু মজাই আলাদা।

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা বেসরকারী ব্যাংক কর্মকর্তা আশেয়া বেগম বলেন, ‘ এখানে এত ঠান্ডা, আগে বুঝিনি, ঢাকায় গরম। সন্ধ্যার পর চা বাগান এলাকায় শীত বেশি। তবে সকালে রোদ ওঠায় শীত তেমন লাগছে না।’

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘টহলে রাতের বেলা বের হয়ে চা-বাগান এলাকায় গেলে খুব বেশি ঠান্ডা থাকে। প্রচন্ড কুয়াশার কারনে কিছু দেখা যায় না। টহল গাড়ি চালককে গাড়ি চালাতে বেগ পেতে হয়।’