• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শায়েস্তাগঞ্জে ট্রাক ও বাসের সংঘর্ষে আহত ১৫

AMZAD
প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ১৭:৩৯:৫১
শায়েস্তাগঞ্জে ট্রাক ও বাসের সংঘর্ষে আহত ১৫

শায়েস্তাগঞ্জে ট্রাক-বাসের সংঘর্ষে আনন্দ ভ্রমণে আসা ১৫ জন আহত হয়েছেন। রোববার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন- সিলেট থেকে কুমিল্লাগামী ইউনিক পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ১৫ জন যাত্রী আহত হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস উদ্ধার করা গেলেও ট্রাক পাওয়া যায়নি।

ওসি জানান- যাত্রীরা শিক্ষা সফরের উদ্দেশ্যে নারায়নপুর দাখিল মাদ্রাসা কুমিল্লা থেকে সিলেট জাফলং ভ্রমণ আসেন। ভ্রমণ শেষে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলে শায়েস্তাগঞ্জে এসে দুর্ঘটনার শিকার হন। ১৩ ইবি মাধবপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হুমায়ুন টল চলাকালীন সময়ে দুর্ঘটনার বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিক তিনিসহ ফায়ার সার্ভিস ও পুলিশ মিলে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন