• ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলকে রেড নোটিশ জারির নির্দেশ

AMZAD
প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১৮:৫৯:১৪
সাবেক আইজিপি বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলকে রেড নোটিশ জারির নির্দেশ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলকে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন। দুদকের পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম এ সংক্রান্ত আবেদন করেন।

এর আগে, ১৫ ডিসেম্বর, বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই কন্যার বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে চারটি পৃথক মামলা করে দুদক।

অভিযোগ অনুযায়ী, বেনজীর আহমেদ ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জীশান মীর্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এছাড়া, বড় মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ এবং মেজো মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত বছরের ১২ জুন, আদালত বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮টি ফ্ল্যাট ও ২৫ একর ২৭ কাঠা জমি ক্রোকের নির্দেশ দেন। এসব সম্পদের মধ্যে ঢাকার বাড্ডা ও আদাবরে ফ্ল্যাট, নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায় জমি রয়েছে। এছাড়া, গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানের ৪টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব ও তিনটি বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন আদালত।