• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১২ফেব্রুয়ারি থেকে দেশব্যাপি সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

AMZAD
প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১২:৪৮:০২
১২ফেব্রুয়ারি থেকে দেশব্যাপি সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ৮ দিন এ কর্মসূচি চলবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি প্রকাশিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে দেশের ৬৪ জেলায় এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।