• ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেটে যেসকল এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না –

AMZAD
প্রকাশিত ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১২:৪৯:২৯
সিলেটে যেসকল এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না –

সঞ্চালন লাইন মেরামত ও আশপাশের গাছ-ডাল কর্তনের জন্য বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেট মহানগরের অন্তত ২২ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিছু এলাকায় ও সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এলাকাগুলো হচ্ছে- মহানগরের কাজলশাহ, মধুশহীদ, মুন্সীপাড়া, পুলিশ লাইন্স, রিকাবীবাজার, দরগা মহল্লা, মিরের ময়দান (আংশিক), ঝর্ণারপাড়, আলীয়া মাদরাসা মাঠের পশ্চিম ও উত্তর, ভাতালিয়া ও কিন ব্রিজ এলাকা, ওসমানী মেডিকেল রোড, শাপলার গলি, ভাতালিয়া, লামাবাজার (আংশিক), নোয়াপাড়া, উদ্যম আবাসিক মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকায়, পশ্চিম কাজিরবাজার এবং জিতু মিয়া এলাকা।