
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রথমবারের মতো একদিনে চার লাখের বেশি যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেলে মোট চার লাখ ৩,১৬৪ জন যাত্রী ভ্রমণ করেছেন। যা এ যাবতকালের সর্বোচ্চ।শুক্রবার ডিএমটিসিএলের এর ফেসবুক পেজ থেকে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডিএমটিসিএল পরিবার এই অর্জনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছে এবং যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এর আগে একদিনে সাড়ে ৩ লাখের বেশি যাত্রী পরিবহনের অভিজ্ঞতা অর্জন করেছে মেট্রোরেল।
উল্লেখ্য, ঢাকা শহরের যানজট কমাতে ও নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেল চালু করা হয়। পরে মতিঝিল পর্যন্ত রুট সম্প্রসারিত হয়। প্রতিদিনই বিপুলসংখ্যক মানুষ এ সেবা গ্রহণ করছে।