• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু ১৭ ফেব্রুয়ারি

AMZAD
প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি, শনিবার, ২০২৫ ২০:৪৯:৩৬
বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি-বিএসএফ) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

এই সম্মেলন হবে গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দুদেশের সীমান্ত বাহিনীর মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

প্রতিবেদনে বলা হয়, সম্মেলনে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আর বিএসএফের পক্ষে নেতৃত্বে থাকবেন মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।

বিএসএফ এক বিবৃতিতে জানায়, সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান এবং দুই বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করাই আলোচনার মূল লক্ষ্য।

বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম ও মিজোরাম এই পাঁচটি রাজ্যের সঙ্গে সংযুক্ত।

গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সীমান্তে বেড়া নির্মাণ ও বিএসএফের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরে ভারতীয় কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানায়, সীমান্ত নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে প্রটোকল অনুসরণ করা হচ্ছে।

এই সম্মেলনে সীমান্তহত্যা, চোরাচালান রোধ, বেড়া নির্মাণসহ নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি