• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

AMZAD
প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১২:৫৭:৩৯
সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে। এ সময় অপর ট্রাকের চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ভোলাগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা হাইড্রোলিক ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরবাহি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হাইড্রোলিক ড্রাম ট্রাকের চালক জীবন আহমদ দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনায় গাড়ি দুটি দুমড়েমুচড়ে গাড়ি জব্দ করা হয়েছে। মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।