• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি

AMZAD
প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১২:৩৪:১৭
পুলিশ ভেরিফিকেশন: প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি

পাসপোর্ট সেবায় পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের এ তথ্য গণমাধ্যমকে জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সারসংক্ষেপের নির্দেশনায় বলা হয়েছে, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদান করতে হবে।