• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানো কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে তোলা হবে আদালতে

AMZAD
প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, ২০২৫ ১২:৩৬:১০
উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপানো কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে তোলা হবে আদালতে

ঢাকার উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আজ আদালতে নেওয়া হবে। সেখানে তাদের রিমান্ড চাওয়া হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই ওবায়দুর রহমান বলেন,“ভুক্তভোগীদেরপক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার মোবারক হোসেন (২৫) ও রবি রায়কে (২২) আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং গ্রুপটির সদস্যরা গতকাল রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এসময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী ইফতি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে জড়ো করেন এবং তাদেরকে প্রকাশ্যে কোপায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা ও জলপাই রঙের শার্ট পরিহিত দুই যুবক একজন পুরুষ ও তার সঙ্গে থাকা এক নারীকে রামদা দিয়ে কোপাচ্ছে। এ সময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। একপর্যায়ে স্থানীয়রা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।