নতুন ফর্মেটের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ের প্লে-অফ ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ম্যানচেস্টার সিটি। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক দ্বিতীয় লেগে অনায়াস জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।সান্তিয়াগো বার্নাবেউতে বুধবার রাতে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের অন্তিম সময়ে ম্যানচেস্টার সিটির হয়ে একটি গোল করেছেন নিকো গনসালেস।
চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে টানা চার আসরে মুখোমুখি হলো রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এবার একপেশে ম্যাচে অনায়াস জয় পেল শিরোপাধারীরা। প্রথম লেগে ইতিহাসে রিয়াল ম্যাচ জিতেছিল ৩-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে এগিয়ে যায় রিয়াল।
ম্যাচের চতুর্থ মিনিটে নিজেদের অর্ধ থেকে হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু পাস বাড়ান রাউল আসেন্সিও, বলের পিছু ছুটে ডি-বক্সের বাইরে হেডে ক্লিয়ার করার চেষ্টায় ব্যর্থ হন রুবেন দিয়াস। এরপর বুদ্ধিদীপ্ত শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে গোল করেন এমবাপে।
ম্যাচের ৩৩তম মিনিটে রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে দারুণ ডজে ইয়োশকো ভার্দিওলকে এড়িয়ে গতিময় নিচু শটে জালে খুঁজে নেন এমবাপে।
ম্যাচের ৬১তম মিনিটে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একটু জায়গা করে নিয়ে আড়াআড়ি শটি জাল খুঁজে নেন তিনি। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি সিটি গোলরক্ষক।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ফরাসি ফরোয়ার্ডের ২৮তম গোল। ২০১৬-১৭ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে এটি তার ২৪তম গোল, যা এই সময়ে অন্য যে কারোর চেয়ে বেশি।
চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাট্রটিক করলেন এমবাপে, চলতি আসরে করলেন সাত গোল।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান গনসালেস। ওমার মার্মাউশের ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরলে ফাঁকা জালে বল পাঠান তরুণ স্প্যানিশ মিডফিল্ডার। সিটির হয়ে এটাই তার প্রথম গোল, ইউরোপ সেরার মঞ্চেও প্রথম।