• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সময়মতো তফসিল ঘোষণা হবে: ইসি সচিব

AMZAD
প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ১৮:৩৮:০৪
সময়মতো তফসিল ঘোষণা হবে: ইসি সচিব

dনির্বাচন কমিশনের (ইসি) সচিব আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে হলে কমিশন যথাযথ সময় বিবেচনা করেই তফসিল ঘোষণা করবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। আমাদের ওপর কোনও চাপ নেই এবং আমরা কোনও চাপের কাছে নতি স্বীকার করবো না। যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করবো এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাবো।

স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা ডিসেম্বরকে সামনে রেখে কাজ করছি। সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন—যেমন পৌরসভা, সিটি করপোরেশন, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন—একসঙ্গে আয়োজন করা যেতে পারে। তবে এ বিষয়ে এখনও কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।