• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব : স্বরাষ্ট্র উপদেষ্টা

AMZAD
প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১২:১৭:২১
সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। তারা দেশ থেকে প্রচুর টাকা লুট করেছে। এখন সেই টাকা ব্যবহার করছে। সোমবার মধ্যরাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। কাল থেকে এর একটা ফল আপনারা দেখতে পাবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমি তাদের ঘুম হারাম করে দেব। দিনে রাতে কোথাও তাদের স্থান হবে না। সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। আমি বাহিনীর সবাইকে বলে দিয়েছি, তারা টহল কার্যক্রম আরও জোরদার করবে।