• ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই সফর, ১৪৪৭ হিজরি

ধর্মীয় বিষয়ের পাশাপাশি সামাজিক নানা ইস্যুতেও ইমামদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিলেটে ধর্ম উপদেষ্টা

AMZAD
প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ২১:২৭:৩২
ধর্মীয় বিষয়ের পাশাপাশি সামাজিক নানা ইস্যুতেও ইমামদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিলেটে ধর্ম উপদেষ্টা

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আসন্ন রমজান মাসে বাজারে সয়াবিন তেলের কোনো ঘাটতি থাকবে না। পাশাপাশি, ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি তদারকি ব্যবস্থা জোরদার করা হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে নিত্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যায়। তবে বর্তমান সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ভূমিকা নিচ্ছে, যাতে নিম্ন আয়ের মানুষের ওপর চাপ না বাড়ে। এসময় তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, যেন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। এতে ধর্ম উপদেষ্টা বলেন, ধর্মীয় বিষয়ের পাশাপাশি সামাজিক নানা ইস্যুতেও ইমামদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ইমামরা হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

‘হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সেমিনারে তিনি মসজিদের খুতবায় জীবনঘনিষ্ঠ বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এছাড়া, ইমামদের অতীতের ভিত্তিহীন বক্তব্য পরিহার করে জনগণের জন্য বাস্তবসম্মত আলোচনা করার পরামর্শ দেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক বজলুর রশীদ।

সেমিনারে সরকারি কর্মকর্তা, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি অংশ নেন। পরে ধর্ম উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন এবং শ্রেষ্ঠ ইমামদের পুরস্কার প্রদান করেন।