রোজার এক মাস ও ঈদুল ফিতরের ছুটি- সব মিলিয়ে এক মাসের বেশি সময় নিরব হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের চৌহদ্দি।
আগামী বৃহস্পতিবার ক্লাস হওয়ার পর সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে মঙ্গলবার।
ছুটি শেষে ৭ এপ্রিল প্রাথমিক ও ৯ এপ্রিল মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে ফের ক্লাস শুরু হওয়ার কথা আছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “ছুটির তালিকা ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ক্লাসের পর রমজান উপলক্ষে স্কুল ছুটি হচ্ছে।
রাজধানীর মগবাজার এলাকার বিটিসিএল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেছেন, রোজার ছুটি ২ মার্চ থেকে শুরু হবে, এমনটাই রয়েছে ছুটির তালিকায়।
“বৃহস্পতিবার ক্লাসের পরই মূলত ছুটি শুরু হবে। ছুটির বিষয়টি বুধবার শিক্ষার্থীদের জানিয়ে দেব।”
এদিকে সোমবার ক্লাস হয়ে বন্ধ হয়ে গেছে মাদ্রাসাগুলোও, খুলবে আগামী ৮ এপ্রিল। বৃহস্পতিবার ক্লাসের পর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, খুলবে ৬ এপ্রিল।
আর একইদিন ক্লাস শেষে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হচ্ছে, ফের ক্লাস শুরু হবে আগামী ৬ এপ্রিল।
বছরের শুরুতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত আলাদা আলাদা ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে।
সেই তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজগুলোতে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটি থাকবে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত, যা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া ২৫ দিন।
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলগুলোতে একই উপলক্ষে ছুটি থাকবে ২ মার্চ থেকে ৮ এপ্রিল, যা সাপ্তাহিক ছুটি ছাড়া ২৮ দিন।
মাদ্রাসাগুলোতে পবিত্র রমজান, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটি থাকবে ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ছুটি চলবে ২ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।
আর শিবরাত্রী, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব ই কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত শুক্র ও শনিবার ছাড়া সর্বোচ্চ টানা ২৮ দিন প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।