সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুক্তরাজ্য বিএনপির এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। এসময় পদবী বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষ বেধে যায়। এতে তিনজন আহত হন।
আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল বক্স, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন ও শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম খেজর। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ বলেন, "আনন্দ মিছিল শেষে কিছু নেতাকর্মী পৌর পয়েন্টে ছিলেন। তখন পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়, এতে আমাদের তিনজন কর্মী আহত হন।"
অপরদিকে, বিএনপি নেতা লুৎফুর রহমান চৌধুরী জানান, "তৃণমূল নেতাকর্মীদের দাবি উপেক্ষা করে অজনপ্রিয়দের নিয়ে একতরফা কমিটি গঠন করায় ক্ষোভ বিরাজ করছে। আনন্দ মিছিলের নামে ব্যঙ্গাত করায় হাতাহাতির ঘটনা ঘটে।"
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা বিএনপি সোমবার বিকেলে আবু হোরায়রা মাস্টারকে আহ্বায়ক ও জামাল উদ্দিনকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করে। একই সঙ্গে সালাউদ্দিন মিঠুকে আহ্বায়ক ও এমএ মতিনকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ আট বছর পর জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠিত হলো।