• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

AMZAD
প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ১৩:০২:৪৮
ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী চার দিনের সফরে ঢাকায় আসছেন। তিনি আগামী ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশে অবস্থান করবেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দফতর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন।

গত ৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক ‘হাই রিপ্রেজেন্টেটিভ’ খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে নিউ ইয়র্কে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।