
সিলেট নগরীতে এক মহিলাকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনতাই করার সময় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়েছে জনতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর মিরের ময়দান পায়রা আবাসিক এলাকায় এক মহিলা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া থেকে একজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী যুবকরা রিকশার গতি রোধ করে মহিলাকে ছুরিকাঘাত করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং দ্রুত সুবিদবাজারের দিকে পালিয়ে যায়। ওই মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ধাওয়া করেন। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে এক ছিনতাইকারীকে ধরে ফেলে এবং তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা সলমান আহমদ চৌধুরী জানান, “ছিনতাইকারীদের মোটরসাইকেলের নাম্বার প্লেট ঢাকা ছিল। তবে জনতার প্রচেষ্টায় একজনকে আটক করা সম্ভব হয়েছে।”