• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে পিআইবি’র তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শুরু

AMZAD
প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ০০:০১:৩২
সিলেটে পিআইবি’র তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শুরু

সিলেটে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে ‘সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক’ তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা সমাজের ভালো-মন্দ তুলে ধরে রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা বিবেকের তাড়নায় কাজ করলেও গত ১৬ বছরে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও পিআইবি কর্মকর্তা শাহ আলম সৌরভ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক।

তিনদিনব্যাপী এই কর্মশালায় সিলেটের ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রথম দিনে মোবাইল জার্নালিজমের ওপর প্রশিক্ষণ দেন জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন।