• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপির বর্ধিত সভা শুরু

AMZAD
প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৫ ১৩:২৩:২০
বিএনপির বর্ধিত সভা শুরু

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়েবিএনপির বর্ধিত সভাশুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে এইসভা শুরু হয়। দুই অধিবেশনে হবে বর্ধিত সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে দলটিরচেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার।এছাড়া, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবসহ প্রায় চার হাজার নেতাকর্মীর উপস্থিত থাকবেন বলে আশা আয়োজকদের।

জানা গেছে, বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতাদের বক্তব্য শুনবেন এবং নতুন বার্তা দেবেন।

এর আগে, ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই সভার পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে পাঠানো হয় তাকে।