• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’

AMZAD
প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ ১৬:৩৫:০৮
আত্মপ্রকাশ করলো ‘জাতীয় নাগরিক পার্টি’

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে কোরআন তেলওয়াত, গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠের মাধ্যমে আত্মপ্রকাশ আনুষ্ঠানিকভাবে করেছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দলটি।

নতুন সংবিধান, গণ পরিষদ নির্বাচন, এবং তরুণদের আকাঙ্ক্ষা পূরণে এই দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন দলটির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।