শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের 'এ' ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রথমবারের মতো দেশের পাঁচটি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও যশোর) এ পরীক্ষা শুরু হয়।
এসময় শাবিপ্রবির পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ভর্তি কমিটি সুত্রে জানা যায়, ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে ৬ হাজার ৯৮৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৬৩৬, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৫ হাজার ৫৬, যবিপ্রবিতে ৩ হাজার ১৪ ও সিভাসুতে ১ হাজর ৪২৭ জনসহ মোট ২৯ হাজার ১১৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন। এ ইউনিটে মোট আসন রয়েছে ৫৮১টি। ফলে আসন প্রতি লড়ছেন ৫০ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
অন্যদিকে একইদিন বেলা ৩টায় 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ৯৮৫ আসনের বিপরীতে সারাদেশের কেন্দ্রগুলোতে অংশ নিবেন ৫৬ হাজার ৫৮ জন শিক্ষার্থী। এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম জানান, প্রথমবারের মতো দেশের ৫টি বিভাগীয় শহরের ৫টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। বি ইউনিটে ২৯ হাজার ১১৬ জন এবং এ ইউনিটে ৫৬ হাজার ৫৮ জন শিক্ষার্থী অংশ নেয়।