• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ইসরায়েলের জন্য ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করলো যুক্তরাষ্ট্র

AMZAD
প্রকাশিত ০২ মার্চ, রবিবার, ২০২৫ ১৪:০৩:৫০
ইসরায়েলের জন্য ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করলো যুক্তরাষ্ট্র

ইসরায়েলে শিগগিরই চারশ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের সামরিক সহায়তা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করার কথা শনিবার (১ মার্চ) নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুবিও বলেছেন, জরুরি কর্তৃত্ব ক্ষমতাবলে এই সহায়তা প্রেরণের আদেশে স্বাক্ষর করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল এখন তাদের চিরশত্রু হামাসের সঙ্গে এক নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আছে।

২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ইসরায়েলের জন্য প্রায় এক হাজার ২০০ কোটি মার্কিন ডলারের সামরিক বিক্রয় অনুমোদন করেছে।রুবিও বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন হুমকি মোকাবিলা করতে মার্কিন প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।