
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি পরীক্ষা কেন্দ্রে জোর করে নারী শিক্ষার্থীদের হিজাব খোলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে গোলচত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
শুক্রবার ভর্তি পরীক্ষা কেন্দ্রে জোর করে হিজাব খোলার অভিযোগ উঠেছে শাবির বাংলা বিভাগের অধ্যাপক ফারজানা সিদ্দিকার বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ সাথে ডিভাইস আছে কিনা একাধিকবার নিশ্চিত হওয়ার পরেও তাদের ধর্মীয় বিশ^াসের দিক থেকে হিজাব পড়তে দেওয়া হয়নি।
এর আগেও নিজ বিভাগের তৃতীয় বর্ষের কোর্স প্রেজেন্টেশনের সময় এক নারী শিক্ষার্থী হিজাব না খোলায় তার প্রেজেন্টেশন নেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে ফারজানা সিদ্দিকা বলেন, প্রবেশপত্রের ছবির সাথে চেহারার মিল এবং ডিভাইস আছে কিনা নিশ্চিত হওয়ার জন্যই হিজাব খুলতে বলা হয়েছিল। এটা আমাদের জন্য নির্দেশনা ছিল।