• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নগরীর তালতলা থেকে আ.লীগের ৩ নেতাকর্মী আটক

AMZAD
প্রকাশিত ০৫ মার্চ, বুধবার, ২০২৫ ১৪:৪৪:৩৮
নগরীর তালতলা থেকে আ.লীগের ৩ নেতাকর্মী আটক

সিলেট নগরের তালতলায় নন্দিতা সিনেমা হল সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানে মাদক সেবনকালে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ মার্চ) গভীর রাতে তালতলা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।

আটকরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য সিতীশ চন্দ্র নাথ (৫০), নগরের মির্জাজাঙ্গাল মনিপুর রাজবাড়ি এলাকার স্বেচ্ছাসেবক লীগের কর্মী সুমন কুমার (৫৩) এবং নগরের জালালাবাদ আবাসিক এলাকার আওয়ামী লীগ কর্মী মো. আবুল হোসেন (৫১)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, নগরের তালতলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি রাম দাসহ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।