• ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

AMZAD
প্রকাশিত ০৭ মার্চ, শুক্রবার, ২০২৫ ১৪:৪৯:২৩
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।সেইসঙ্গে চলতি সপ্তাহেই দিনের তাপমাত্রা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনে তাপমাত্রা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া আগামী পাঁচদিনের মধ্যে দিন এবং রাত উভয়ের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময়ের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।