• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

“বিএনপির রাজনীতিতে বলয় একটি  থাকবে, আর সেটি হবে তারেক রহমানের”

AMZAD
প্রকাশিত ০৮ মার্চ, শনিবার, ২০২৫ ২৩:২২:০৭
“বিএনপির রাজনীতিতে বলয় একটি  থাকবে, আর সেটি হবে তারেক রহমানের”

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য, টাওয়ার হ্যামলেটস এর সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদ বলেছেন, আগামীর রাজনীতি হবে সাম্য এবং ভ্রাতৃত্বের। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ায় বিএনপির রাজনীতিতে আগামীতে কোন বলয় থাকবে না। আর বলয় থাকলে একটাই বলয় থাকবে সেটি তারেক রহমানের। সেটি হবে ৩১ দফার। এর বাইরে কেউ বলয় বা গ্রুপ সৃষ্টি করতে চাইলে  তারা রাজনীতিতে ঠিকতে পারবেনা।বিএনপি আগামী দিনে যে রাজনীতির সূচনা করছে সেটির ভিত্তি হবে ভ্রাতৃত্ববোধ, সাম্য এবং মানবিক মর্যাদা। জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি থাকবে এর মূলমন্ত্র। এজন্য যারা বিএনপির রাজনীতি করবেন তাদেরকে আগামী দিনে মানবিক মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সাধারণ মানুষের চাওয়া পাওয়া আবেগ অনুভূতিকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হবে।
তিনি গত শুক্রবার বিয়ানীবাজার উপজেলার বিএনপি নেতাকর্মীদের এবং সুধীজন এর সঙ্গে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিয়ানীবাজার উপজেলা বিএনপি সিনিয়র সহ—সভাপতি আব্দুস সবুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি’ও সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ লেখক ও সাংবাদিক মো. ফয়ছল আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম সাইফুর রহমান,  উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আহমদ। ইফতার পূর্ব দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম হক্কানী। মাহফিলে বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন এবং পৌরসভা নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তা অহিদ আহমদকে দেশের রাজনীতিতে তাঁর মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহবান জানিয়ে বলেন বহির্বিশ্বে আপনার রাজনীতি প্রশংসিত হয়েছে। এখন সময় দেশকে কিছু দেবার। অহিদ আহমদেও মতো সৎ এবং যোগ্যরা নেতুত্বে এলে নেতৃত্ব সংকট দূর হবে বলেও অভিমত ব্যক্ত করেন বক্তারা।