সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল গত শনিবার নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠান একসাথে আয়োজন করায় এটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। সভার প্রথম অংশে বার্ষিক কার্যবিবরণী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং গঠনতন্ত্র সংশোধনী অনুমোদন করা হয়।
বক্তারা অনলাইন গণমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।