• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জিন্দাবাজারে ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ী আটক

AMZAD
প্রকাশিত ১১ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ১৫:২১:৪৬
জিন্দাবাজারে ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ী আটক

সিলেটের জিন্দাবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পালাতে সহায়তার অভিযোগে তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) রাত দেড়টার দিকে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি থেকে তাদের আটক করা হয়।

তাৎক্ষণিকভাবে ওই ছাত্রলীগ নেতার পরিচয় জানা যায়নি। তবে তার পালিয়ে যাওয়ার খবরে সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা মধ্যরাতে জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও স্লোগান দেয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের চাপের মুখে পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যায়।

জানা গেছে, রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেটের সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এক ব্যক্তিকে শনাক্ত করেন। তাকে আটকের আগেই রায়হান নামে এক ব্যবসায়ী তাকে নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করেন বলে অভিযোগ উঠেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আবু সালেহ মোহাম্মদ নাসিম বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই নেতা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে রামদা হাতে দাঁড়িয়েছিল, যার যথেষ্ট প্রমাণ রয়েছে। এমনকি তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে পুলিশের কাছে হস্তান্তর করতে চাইলেও রায়হান তাকে পালাতে সহায়তা করে।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ সংগঠনের সদস্যকে পালাতে সহায়তা করা অপরাধ। রায়হানসহ যারা এতে জড়িত, তাদের অবিলম্বে আটক করার দাবি জানাই।”

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান, ছাত্রলীগ নেতাকে পালাতে সহায়তা করায় তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং পলাতক নেতাকে ধরতে পুলিশের অভিযান চলছে।